Monday, June 4, 2012



রিক্তের বেদন 
মোহাম্মদ সাইফুল ইসলাম



খাঁচার ভিতর বন্দী দশা

গহীন অরণ্যে ঘুটঘুটে অন্ধকার

লুকিয়ে আছে শত অব্যক্ত কথা

মিনেটে 72 প্রচেষ্টা 

বার বারই বিফলে মিলায়।

দিগন্তে অভ্র আবির

ছড়ায় জ্যোতি-

গড়ে উপচ্ছায়া প্রচ্ছায়া

টুক করে ডুবে যায় রবি

হাজারো কথা লক্ষ আশা

ছন্দ হারায় 

খুঁজে ধ্রুবতারা

অথবা সপ্তর্ষিমন্ডল।

No comments:

Post a Comment