অদম্য চলা
অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম
অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম
একরাশ
আশার মাঝে-
হতাশার মরিচিকা ঝিকমিক করে।
ইচ্ছে করে তারে ছুঁয়ে জয় করতে।
দিগন্তরেখা তাচ্ছিল্যের হাসি হাসে
কহে বৃথা চেষ্টা শ্রম সাধনা।
বহমান জীবন নদী হারায় না স্রোত-
মাঝে মাঝে পড়ে ফারাক্কা অথবা টিপাইমুখ।
দুকূল উপছিয়ে অপ্রতিরোধ্য গতি-
চলে শুধু সম্মুখপাণে
গন্তব্য জানে না সে নিজেও,
তবু চলা বিরামহীন অবিরত!
শপথে বলিয়ান থামবে না কখনো
কেন যেন তাকে থামাতে আসে-
সুনামি অথবা আগ্নেয় লাভা
ভেসে চলে বিরামহীন যোদ্ধা
যেন খালিদ বিন অলিদ।
পেতে চায় অনন্ত সুখ-
যেতে চায় জান্নাতুল ফেরদাউস।
সুখ কোথায় নিশ্চিত নয় সে
তবু জয় করতেই হবে তাকে।
হতাশার মরিচিকা ঝিকমিক করে।
ইচ্ছে করে তারে ছুঁয়ে জয় করতে।
দিগন্তরেখা তাচ্ছিল্যের হাসি হাসে
কহে বৃথা চেষ্টা শ্রম সাধনা।
বহমান জীবন নদী হারায় না স্রোত-
মাঝে মাঝে পড়ে ফারাক্কা অথবা টিপাইমুখ।
দুকূল উপছিয়ে অপ্রতিরোধ্য গতি-
চলে শুধু সম্মুখপাণে
গন্তব্য জানে না সে নিজেও,
তবু চলা বিরামহীন অবিরত!
শপথে বলিয়ান থামবে না কখনো
কেন যেন তাকে থামাতে আসে-
সুনামি অথবা আগ্নেয় লাভা
ভেসে চলে বিরামহীন যোদ্ধা
যেন খালিদ বিন অলিদ।
পেতে চায় অনন্ত সুখ-
যেতে চায় জান্নাতুল ফেরদাউস।
সুখ কোথায় নিশ্চিত নয় সে
তবু জয় করতেই হবে তাকে।
No comments:
Post a Comment