Monday, June 4, 2012


ভালবাসার স্বরূপ
মোহাম্মদ সাইফুল ইসলাম


কখন যে তার জন্মলগ্ন
কখন পেরুলো শৈশব কৈশোর
কখন উড়াল দিল যৌবন কাল
বার্ধক্যের রূপ কেমনই বা তার!
শতবার চেষ্টা বিফলে গেল
জানতে স্বরূপ তার।
উৎসুক হৃদয় হয়েছে উন্মুখ
নয়ন জুড়ে প্রাণভরে দেখতে চায়।
ইচ্ছে করে গবেষক সেজে-
তারেই খুঁজি বারবার।
প্রশ্নবাণে করি ক্ষত বিক্ষত
দেহখানি তার।
মুচকি হাসি দিয়ে সে
চলে যায় পর্দার আড়ালে
অন্দর মহলে শোভা পায়!
তবু জিজ্ঞাসু মন
মানে না কোন বাঁধন
ইচ্ছের নাটাই ঘুরায় বার বার।
বিফল মনোরথে যখন ফেরে
চোখে মুখে একগুচ্ছ প্রশ্ন-
কে তুমি, কেন তুমি,
কোখায় তোমার নিবাস?
কী- বা কাজ তোমার!
কঞ্চির ফাঁকে উঁকি মেরে
কে যেন বলে উঠে-
আমার পরিচয় বলতে মানা
তোমার মাঝেই আছি মিশে।
আমাকে পাবে তুমি-
তোমার অন্তরাত্মার স্বকীয়তায়

No comments:

Post a Comment