কবিকে নিয়ে প্রত্যাশা
অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম
রঙবেরঙের বাহারি উপাদানে
সাজানো গোছানো ছোট্ট কক্ষটির
শোপিস গুলো শৃধুই দীর্ঘশ্বাস ছাড়ে।
বর্ণিল রাতের আলো আঁধারির খেলায়
প্রত্যাশার ঢিবির চূঁড়াগুলো দীর্ঘতর হয়।
গভীর রজনীতে ঘুম ভাঙ্গা চোখে-
উঁকি মারি উদার আকাশ পানে
নিবিড় বন্ধন আর নিয়মতান্ত্রিকতা
ওদের জীবনে এনেছে শান্তির বারতা!
কত কাল কত যুগ ধরে
সার্বজনীন সূত্রের সন্ধানে
বিজ্ঞানীর নিরন্ত প্রচেষ্টায়
সাধনা আর অপেক্ষার পালা!
অথচ তোমাকে খুঁজি সর্বত্র
বাস স্ট্যান্ড, রেল স্টেশন কিম্বা বিমান বন্দরে
সারি সারি যন্ত্রযানের ফাঁকে ফোকরে
শপিং মল, কনসার্ট অথবা বারবি কিউ-র আসরে
কোথায় লুকিয়ে আছ তুমি নি:শব্দে সন্তপনে?
তোমার আগমনের মহেন্দ্রক্ষণ
সাজিয়ে তুলি কল্পনার তুলির আঁচড়ে,
লাল গালিচা বিছানো পথটা
নি:শব্দ যন্ত্রনায় কাতর প্রায়
স্টেজে আতশবাজির বার বার মহড়া
ইলেকট্রন প্রবাহে পড়ছে ভাটা ।
মাঝে মাঝে মাইক্রোফোন টেস্টিং
গরররর.র শব্দে স্তিমিত হয়ে যায়!
তবু হয় নি অপেক্ষার ইতি
জড়ায়নি হতাশার জালিকা!
জানি, কবি তুমি আসবে
স্টেজটা কাঁপাবে
চির শান্তির বার্তা দিয়ে;
কিন্তু কবি
বড্ড বেশি দেরি করে ফেলছো!!
No comments:
Post a Comment