এমন নেতা কোথায়
পাই!
মোহাম্মদ সাইফুল
ইসলাম
১৬ কোটি মানুষের দেশে
একজন নেতা জুটল না কপালে!
কাজ করবে যে নিরবধি,
জাতির ভাগ্য পরিবর্তনে!
দুর্ভাগা এ জাতি-
রয়েছো কুনোব্যাঙ হয়ে
মানুষ হতে পার নি!
তোমাদের মাঝে নেই কোন
মাহাথির মোহাম্মদ
নেলসন ম্যান্ডেলা, সু চি,
লেলিন, মাও সে তুঙ
হাসানুল বান্না, ববি সেন্ডস
খোমেনি কিম্বা আহমেদি নেজাদ!
তোমরা আবার গর্ব কর
হয়েছো ইমার্জিং টাইগার।
বিবেকের দ্বারে কষাঘাত কর
দেশ জাতি নির্মানে নিবেদিত হতে
নিজেকে বিলিয়ে দাও।
আকাশে অশনি সংকেত-
নতুন প্রজন্ম দিশেহারা
পথভ্রষ্ট উদভ্রান্ত!
খুঁজছে নেতা যত্রতত্র-
বুদ্ধিজীবী, সুশীল সমাজ
হাঁক চিৎকারে ক্লান্ত শ্রান্ত;
তথাকথিত নেতারা ব্যস্ত
আখের গোছাতে!
নেপোলিয়ান! তোমার সুরে বলি
আমাকে একজন নেতা দাও-
আমি একটি জাতি উপহার দেব।
আমি একটি জাতি উপহার দেব।